বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক নুরুল হক নুরের লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইটের ভাটার পাশে বয়ে যাওয়া একটি খাল থেকে ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান নুরুল হক। পরে ২টার দিকে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করা হয়।
ওসি রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার হাতে বিদ্যুতের তার প্যাঁচানো রয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন।