লক্ষ্মীপুরের রামগতি উপজেলার স্লুইসগেইট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও, তারা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ব্যবসায়ীদের বিপুল অঙ্কের ক্ষতি হয়ে যায়।
প্রাথমিক তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বাজারের মুদি ব্যবসায়ী বেলালের দোকান থেকে। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি মুদি দোকান, দুটি ফার্মেসী, দুটি ফার্ণিচার দোকান, এবং একটি ওয়ার্কশপসহ মোট ৯টি দোকান ঘর এবং তার ভেতরে থাকা মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন, এই ঘটনায় তাদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছে: মুদি দোকান—বেলাল, বাবুল, বেলাল হোসেন এবং জাকের হোসেনের; ওষুধের দোকান—আলমগীর হোসেনের (পাইকারি) ও রিপনের; ফার্ণিচার দোকান—বাবুল ও আলী আহমেদের; এবং আকরামের ওয়ার্কশপ।
দোকানঘরের মালামাল ছাড়াও এই ঘটনায় বাজারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। পল্লী বিদ্যুৎতের পাঁচটি মিটার, বিদ্যুতের সঞ্চালন তার এবং একটি খুঁটিও পুড়ে যাওয়ায় বাজারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের তালিকা প্রস্তুত করতে প্রকল্প কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা মোতাবেক বরাদ্দ পেলে দ্রুতই তাদের সহায়তা দেওয়া হবে।
