ধর্ম ও শিক্ষা

নর্থ সাউথ ছাত্রের কাণ্ড: কোরআন অবমাননায় জনতার রোষ, জবানবন্দি শেষে জেল হাজতে

নর্থ সাউথ ছাত্রের কাণ্ড: কোরআন অবমাননায় জনতার রোষ, জবানবন্দি শেষে জেল হাজতে

পবিত্র কোরআন অবমাননার গুরুতর অভিযোগ ও সেই সূত্রে সৃষ্ট জনরোষের পর অবশেষে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র অপূর্ব পাল। স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পর রোববার (১৯ অক্টোবর) ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট সেফাতুল্লাহর নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই চাঁদ মিয়া অপূর্বকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অপূর্ব স্বীকার করেছে যে, সে ইচ্ছা করেই কোরআন শরীফ হাতে নিয়ে ফ্লোরে ফেলে পা দিয়ে পদদলিত করেছে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

এই ঘটনার সূত্রপাত হয়েছিল গত ৪ অক্টোবর রাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর অপূর্ব পালের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ ওঠে। এরপরই রাত ১টার দিকে তার বাসার সামনে জড়ো হতে থাকে ক্ষুব্ধ জনতা।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশ প্রথমে তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে। মারধরের মধ্যেই অতিরিক্ত পুলিশের সহায়তায় পৌনে ৩টার দিকে পুলিশ কোনোমতে অপূর্বকে জনতার রোষ থেকে হেফাজতে নিতে সক্ষম হয়।

পরের দিনই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয় এবং গত ১৪ অক্টোবর আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালতে এসে অপূর্ব স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন। এই গুরুতর অপরাধের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এমন কর্মকাণ্ডের জন্য এর আগেও তিনি সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছিলেন।

অপূর্ব পালের এই জবানবন্দি প্রমাণ করে যে, সামাজিক মাধ্যমে প্রচারিত অভিযোগের সত্যতা ছিল। আইনি প্রক্রিয়ায় দোষ স্বীকার করে নেওয়ায় দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো স্পর্শকাতর বিষয়ে জনতার রোষ এবং পরে পুলিশের হস্তক্ষেপের মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু হওয়া—পুরো ঘটনাটিই জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।