রাজনীতি

ইসলামী শক্তিকে ধাক্কা দিতে হবে, ক্ষমতায় যাওয়া সম্ভব: ওলামা সম্মেলনে ফয়জুল করীম

ইসলামী শক্তিকে ধাক্কা দিতে হবে, ক্ষমতায় যাওয়া সম্ভব: ওলামা সম্মেলনে ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) লাকসামে অনুষ্ঠিত জাতীয় ওলামা সম্মেলনে দেশের রাজনীতিতে ইসলামী শক্তির ভূমিকা নিয়ে জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি সরাসরি আলেম-ওলামাদের প্রতি প্রশ্ন রেখে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন, তাহলে বর্তমানে আলেম-ওলামারা কেন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই?

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) লাকসাম পৌর অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বলেন, দুর্নীতি ও অন্যায় থেকে সমাজকে মুক্ত করতে হলে ইসলামী আদর্শের বিকল্প নেই। তিনি আলেম-ওলামাদের প্রতি কোরআন-সুন্নাহ ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়ের আলো ছড়ানোর আহ্বান জানান।

নির্বাচনী প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, দুর্বল ও অযোগ্য প্রশাসনের মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে তিনি ইউনূস সরকারকে হুঁশিয়ার করে দেন যে, আসন্ন নির্বাচনে যদি সরকার ব্যর্থ হয়, তবে জনগণ তাদের কোনোভাবেই ক্ষমা করবে না। তার এই বক্তব্য চলমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরাসরি চাপ সৃষ্টি করেছে।

ইসলামী শক্তির ক্ষমতা গ্রহণের সম্ভাবনা নিয়ে মুফতি ফয়জুল করীম আশাবাদী হয়ে বলেন, বর্তমানে একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং সবাই মিলে একটি ধাক্কা দিলে ইসলামি শক্তির পক্ষে সহজে ক্ষমতায় যাওয়া সম্ভব। তার এই মন্তব্যে আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ইসলামি চিন্তা, আদর্শ ও নৈতিকতার আলোকে সমাজ গঠন’, যা ইসলামী আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্যকে প্রতিফলিত করে। এই সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা-৯ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ। হাফেজ মাওলানা রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি ওমর ফারুক ইবরাহিমীসহ দেশের শীর্ষস্থানীয় আলেম ও চিন্তাবিদরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে ধর্মীয় শিক্ষা বিস্তার এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন।