রাজনীতি

জামায়াত এখন টুপি পরে হামলা চালায়: বিএনপি নেতা কামরুল হুদা

জামায়াত এখন টুপি পরে হামলা চালায়: বিএনপি নেতা কামরুল হুদা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, যারা আগে হেলমেট পরে হামলা করত, তারাই এখন টুপি পরে হামলা চালায়। শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার দন্তসার দিঘীরপাড়ে আলকরা ইউনিয়ন যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

কামরুল হুদা বলেন, জামায়াতের অনেক নেতাকর্মী আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের বেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিলে হেলমেট পরে আঘাত করেছে। আর এখন সেই লোকেরাই টুপি পরে বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তার অভিযোগ, বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা এই কাজ করছে।

তিনি তার বক্তব্যে দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। চৌদ্দগ্রামে হাজার হাজার জিয়ার সৈনিক তৈরি হয়েছে, কতজনকে আঘাত করবেন?” তিনি জামায়াত নেতাদের উদ্দেশ্য করে বলেন যে, তারা আওয়ামী লীগের সঙ্গে ‘ব্যালেন্স রাজনীতি’ করে ব্যবসা করেছেন, কিন্তু বিএনপি কখনো সেই আপসমূলক রাজনীতি করেনি।

বিএনপির এই নেতা বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনহিতকর কাজের কথা স্মরণ করেন। তিনি বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া নারীদের বিনা মূল্যে শিক্ষাব্যবস্থা, উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রথম চালু করেছেন। অন্যদিকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের অপ্রচলিত গার্মেন্টস শিল্প, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার বহির্বিশ্বে সম্প্রসারণ করেছিলেন এবং বেকার সমস্যা সমাধানে বিদেশে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন।

আলকরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এন এ পাটোয়ারী রবিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আ. ন. ম সলিমুল্লাহ টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন প্রমুখ।