প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের হওয়া একটি বহুল আলোচিত মামলায় গ্রামীণফোন কর্তৃপক্ষের উচ্চপদস্থ তিন ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেছেন এবং জামিন পেয়েছেন। এই তিন আসামির মধ্যে রয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানও।
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে তাদের আত্মসমর্পণের প্রক্রিয়া সম্পন্ন হয়। আসামিরা তাদের আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। এটি দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণের একটি নজির।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজীর দেওয়া তথ্যমতে, আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেছেন।
এই জামিনের ফলে অভিযুক্ত ব্যক্তিরা এখন আইনগতভাবে মুক্ত থেকে মামলার পরবর্তী শুনানিতে অংশ নিতে পারবেন। কর্পোরেট জগতে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মতো অভিযোগ অত্যন্ত গুরুতর, এবং দেশের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের প্রধানের এই আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়া পুরো কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা। মামলার পরবর্তী ধাপগুলোতে অভিযোগের সত্যতা এবং এর আইনি ফলাফল নির্ধারণ হবে।
