বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোর অব ইঞ্জিনিয়ার্স-এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকালে বাগাতিপাড়া কাদিরাবাদ সেনানিবাসস্থ ইসিএসএমই-তে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। এই অভিষেকের পরই তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সেনাপ্রধান হিসেবে অভিষিক্ত হওয়ার পর জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, কোর অব ইঞ্জিনিয়ার্সকে দেশের একটি স্বনামধন্য কোর হিসেবে আখ্যায়িত করেন। তিনি এই কোরের ইঞ্জিনিয়ারদের দ্বারা দেশের ভেতরে এবং বাইরে সেতু ও রাস্তাসহ নানা অবকাঠামো নির্মাণে প্রদর্শিত উচ্চ দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স-এর প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেনাপ্রধান তার বক্তৃতায় দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স এর গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোরের সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি দেশমাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য কোরের প্রশংসাও করেন।
কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর তিনি বার অব অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্স-এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসমূহ নিয়ে মতবিনিময় করেন। এই মতবিনিময় সভায় কোরের সার্বিক উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, জিওসি ১১ পদাতিক ডিভিশন সহ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডারবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এই অভিষেক ও সম্মেলন কোর অব ইঞ্জিনিয়ার্স-এর পেশাগত উৎকর্ষ সাধনে নতুন প্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
