রাজনীতি

লগি-বইঠা দিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি জামায়াতের: পিআর পদ্ধতি নিয়ে হুঁশিয়ারি

লগি-বইঠা দিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি জামায়াতের: পিআর পদ্ধতি নিয়ে হুঁশিয়ারি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যাঁরা জনগণের ভোটে বিশ্বাসী নন, তাঁরাই গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে ভয় পাচ্ছেন এবং সংবিধানের দোহাই দিচ্ছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, বিগত ৫৪ বছর ধরে যে নির্বাচন পদ্ধতিতে জনগণের সরকার গঠিত হয়নি, সেই পদ্ধতির পরিবর্তন জরুরি। এই পদ্ধতিকে তিনি সরকারকে স্বৈরাচার হিসেবে তৈরি করার পদ্ধতি বলে আখ্যা দেন।

আজ সোমবার জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণে কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদে পিআর পদ্ধতি (Proportional Representation) অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি সতর্ক করেন যে, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নব্য ফ্যাসিবাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। তাঁর মতে, সব দলের প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হলে একক কোনো দল আর স্বৈরাচার হতে পারবে না, যা দেশে স্থায়ী শান্তি আনবে।

মুজিবুর রহমান সরাসরি ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের কর্মকাণ্ডকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান হিসেবে চিহ্নিত করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সেদিন সারা দেশে লগি-বইঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছে। জামায়াত-শিবিরের ১৪ জন নেতাকর্মীকে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছিল, যা মানবসভ্যতার এক কলঙ্কজনক অধ্যায়। তিনি এই অমানবিক ঘটনার জন্য আওয়ামী লীগ পরিচালিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের মূল টার্গেট ছিল তৎকালীন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদসহ শীর্ষ নেতাদের হত্যা করা। তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনায় মামলা করা হলেও পরবর্তীতে অধিকতর তদন্তের নামে মামলাটির কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে।

দলের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বক্তারা দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি আইনি ও সাংবিধানিক সংস্কারের দাবি জানান।