রাজনীতি

সংস্কারের পথিকৃৎ বিএনপি: এক-এগারো বাংলাদেশে আসবে না, বললেন ড. মঈন খান

সংস্কারের পথিকৃৎ বিএনপি: এক-এগারো বাংলাদেশে আসবে না, বললেন ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মন্তব্য করেছেন, আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে হাঁটছে। সোমবার (২৭ অক্টোবর) নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মঈন খান অভিযোগ করেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মিথ্যা গায়েবি মামলা দিয়েছে। তিনি বলেন, দেশের কোনো এলাকায় এমন নেতা নেই, যিনি আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনে জুলুম-নির্যাতনের শিকার হননি। আওয়ামী লীগের লক্ষ্য ছিল বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া, কিন্তু তাদের অত্যাচার সত্ত্বেও বিএনপি নিশ্চিহ্ন হয়নি; বরং এখন তাদের নিজেদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে অত্যাচারী ও স্বৈরাচারী শাসকগোষ্ঠী কখনই টিকে থাকতে পারেনি, এবং আওয়ামী লীগের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।

ড. মঈন খান দেশের চলমান রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, আজকে অন্তর্বর্তী সরকার যে রাজনৈতিক সংস্কারের কথা বলছে, সেই উদ্যোগ বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছিল। তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ, এবং তাদের নতুন করে কেউ সংস্কার শেখাতে হবে না।

এছাড়াও, তিনি দৃঢ়তার সঙ্গে হুঁশিয়ারি দেন যে, "এক-এগারো বাংলাদেশে আর আসবে না।" তিনি মনে করেন, এটি যদি কেউ ভাবে, তবে সে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সহসভাপতি আওলাদ হোসেন জনি, এবং যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে জুলুম-নির্যাতনের তীব্র সমালোচনা করেন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।