রাজনীতি

জুলাই সনদে বাধা দেবে না এনসিপি: সালাহউদ্দিন কমিশন নিয়ে প্রশ্ন

জুলাই সনদে বাধা দেবে না এনসিপি: সালাহউদ্দিন কমিশন নিয়ে প্রশ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বুধবার এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি সরাসরি অভিযোগ করেন, বিএনপি গণভোট বানচাল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যা কমিশনের সক্ষমতার ওপর নির্ভর করে। তিনি বলেন, গণভোট আগে বা পরে হোক, এনসিপি সুষ্ঠু প্রক্রিয়ায় তা আয়োজনের পক্ষে।

পাটওয়ারী প্রশ্ন তোলেন, কেন বিএনপি এবং জামায়াত গণভোট সুষ্ঠু প্রক্রিয়ায় করার দাবি জানাচ্ছে না। তিনি মনে করেন, জনগণের যে ভোটিং পাওয়ার, সেটার মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, গণভোট নিয়ে যে তর্ক-বিতর্ক চলছে, তা জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ এবং এই কারণে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে কোনো বাধা সৃষ্টি করা যাবে না।

তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভূমিকা নিয়েও মন্তব্য করেন। তার মতে, ড. ইউনূসকে জনগণের সম্মুখে শহীদ মিনারে গিয়ে এই আদেশে সাইন করতে হবে। এই অর্ডার কাঠামোর অধীনেই একটি গণভোটের আয়োজন করতে হবে বলে তিনি মত দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সালাহউদ্দিন কমিশন’ বাংলাদেশকে ভুল পথে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছিল। তিনি বলেন, ঐকমত্য কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে এবং এনসিপি সরকারের কাছে স্পষ্ট করেছে যে, সালাহউদ্দিনের কমিশনের মধ্য দিয়ে গেলে তা আহত শহীদ পরিবারের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। তিনি দাবি করেন, এনসিপি জনগণের রাজনীতিকে সঠিক পথে নিয়ে এসেছে।

প্রতীক ইস্যু নিয়ে এনসিপি-এর অবস্থান অপরিবর্তিত। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি তাদের দলীয় প্রতীক শাপলা না দেওয়ার বিষয়ে কোনো শক্তিশালী যুক্তি দেখাতে পারেনি। তিনি ইসির কাছে দাবি জানান, কোন নীতিমালার ভিত্তিতে তারা তালিকাগুলো তৈরি করেছেন, সেই ব্যাখ্যা যেন জাতির সামনে উপস্থাপন করা হয়। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জনগণের পক্ষে কথা বললে যদি অনৈক্য সৃষ্টি হয়, সেটাকে তিনি পাত্তা দেবেন না এবং জুলাই সনদ ভন্ডুল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো প্রচেষ্টা বাংলাদেশে সফল হতে দেওয়া হবে না।