রাজনীতি

টেকসই স্থিতিশীলতায় ঐক্যের বিকল্প নেই: নাহিদ

টেকসই স্থিতিশীলতায় ঐক্যের বিকল্প নেই: নাহিদ

দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবর্তনের জন্য জাতীয় ঐক্যের অপরিহার্যতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেছেন, দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে এবং পতিত স্বৈরাচার শক্তি এই সুযোগে ষড়যন্ত্রে লিপ্ত। বুধবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই জোট-রাজনীতি এবং সংস্কার নিয়ে কথা বলেন।

নাহিদ ইসলাম স্পষ্ট করেন, দেশের সবগুলো পক্ষের মধ্যে নূন্যতম ঐক্য না থাকলে এককভাবে সরকার গঠন ও সংসদ টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না। কেউ যদি মনে করে এককভাবে সব নেতৃত্ব দেবে, সেটি আসলে সম্ভব হবে না। জনগণের নূন্যতম আকাঙ্খা, সংস্কার, বিচারের দাবিকে উপেক্ষা করে নির্বাচনের দিকে যাওয়া হলে সেই সরকার টেকসই হবে না।

জোট প্রসঙ্গে তিনি পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপ দেশ থেকে বিতাড়িত হলেও, বিএনপি, জামায়াতসহ বহু দল অতীতের দায়ে সমালোচিত। গত ১৬ বছরে অনেকে জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে পারেনি। তাই কোন ধরনের জোটে গেলে অবশ্যই ভাবতে হবে। জোটের বিষয়ে নীতিগত জায়গা থেকে যারা জুলাই সনদ, বিচার ও সংস্কারের প্রশ্নে এনসিপির কাছাকাছি ভূমিকায় রয়েছে, কেবল তাদের সঙ্গেই আলোচনা হতে পারে।

নাহিদ ইসলাম ঐক্যমত কমিশনে আলোচনার বিষয়ে বিএনপি'র ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ঐক্যমত কমিশনে বিএনপি প্রথমে বড় ধরনের সংস্কারের বিপক্ষে ছিল। এতে তাদের গোটা সংস্কার প্রক্রিয়া চাওয়ার বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিলেও, অন্যান্য দলের ঐক্যমত ও জনগণের চাপের কারণে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।

তিনি জানান, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অগ্রগতি হলেও ঐক্যমত কমিশনের দ্বিতীয় প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয়। টেকসই স্থিতিশীল পরিবর্তনের জন্য নূন্যতম সংস্কার এবং অল্পকিছু জায়গায় সংবিধান সংস্কার করে এগিয়ে যেতে হবে। তিনি জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী ও নির্বাচন কমিশন পূর্ণগঠনের দাবি জানান।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।