রাজনীতি

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাউফলে ধরা পড়লেন ঢাবি হামলায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অবাঞ্ছিত জিহাদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাউফলে ধরা পড়লেন ঢাবি হামলায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অবাঞ্ছিত জিহাদ

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে ছাত্র-ছাত্রীদের ওপর সহিংস হামলায় জড়িত থাকার অভিযোগে বহুল আলোচিত জিহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। এই ব্যক্তি তার কৃতকর্মের জন্য শুধু আন্দোলনের মুখে বিতর্কের সম্মুখীন হননি, বরং নিজ শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল।

পুলিশ জানায়, পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর–তাঁতেরকাঠি ইউনিয়নের বাসিন্দা জিহাদকে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। শনিবার দিনের বেলায় তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

২০২৪ সালের ১৬ জুলাই ঢাবি ক্যাম্পাসে বহিরাগত হিসেবে প্রবেশ করে জিহাদ ও তার দলবল কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার পরিচয় নিশ্চিত হওয়ার পরই তিনি দেশজুড়ে সমালোচনার শিকার হন। সেই সময় তিনি বাউফল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার জন্য প্রত্যাশা করছিলেন।

৫ আগস্ট সরকার পতনের পর থেকেই জিহাদ হোসেন আত্মগোপনে ছিলেন। তার গ্রেপ্তারের দাবি জানিয়ে বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থী মহল সোচ্চার ছিল। পুলিশের দীর্ঘদিনের প্রচেষ্টা ও তদারকির ফলস্বরূপ তার সঠিক অবস্থান নিশ্চিত করা সম্ভব হয় এবং অবশেষে তাকে আটক করা যায়।

এই গ্রেপ্তারের ঘটনাটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সহিংসতা ও বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে ন্যায়বিচারের পক্ষে একটি জোরালো বার্তা দিল। এই গ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীরা আশা করছে, ক্যাম্পাসে হামলাকারীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে।