রাজনীতি

মির্জা ফখরুলের নেতৃত্বে ভাসানীর আদর্শের আলোচনা সভা, গুরুত্ব পাচ্ছে সন্তোষের শ্রদ্ধা

মির্জা ফখরুলের নেতৃত্বে ভাসানীর আদর্শের আলোচনা সভা, গুরুত্ব পাচ্ছে সন্তোষের শ্রদ্ধা

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই দিনের কর্মসূচিকে কেন্দ্র করে তাদের সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে। বিএনপি গঠিত ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ এই ঐতিহাসিক দিবসটি পালনে নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে।

কর্মসূচির প্রথম দিনটিকে সাংগঠনিক ও রাজনৈতিক আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছে। আগামী রোববার (১৬ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় মওলানা ভাসানীর অসাম্প্রদায়িক দর্শন, কৃষি ও কৃষক আন্দোলন এবং সাম্রাজ্যবাদবিরোধী ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হবে। সভার সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যিনি একই সঙ্গে জাতীয় কমিটির সদস্য সচিবের দায়িত্বেও রয়েছেন।

এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্যে মওলানা ভাসানীর সংগ্রামী জীবন এবং তাঁর আদর্শ কীভাবে বর্তমান রাজনীতিতে প্রাসঙ্গিক, তা উঠে আসার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় নেতাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই আলোচনায় অংশ নেবেন।

কর্মসূচির দ্বিতীয় দিন, অর্থাৎ ১৭ নভেম্বর, তারিখটি মওলানা ভাসানীর প্রয়াণ দিবস। এই দিনে মূল আনুষ্ঠানিকতা পালিত হবে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে। সেখানে দলের পক্ষ থেকে মওলানা ভাসানীর কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া সন্তোষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভাও আয়োজিত হবে বলে জানা গেছে।

বিএনপি এক বিবৃতিতে দেশের সকল স্তরের নেতাকর্মীকে এই দুই দিনের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করলে তাঁকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়।