রাজনীতি

মিথ্যা মামলা ও কারাবন্দী: জাতীয় পার্টির ওপর দমন-পীড়ন বন্ধের আহ্বান জিএম কাদেরের

মিথ্যা মামলা ও কারাবন্দী: জাতীয় পার্টির ওপর দমন-পীড়ন বন্ধের আহ্বান জিএম কাদেরের

জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর সরকারের মদতে দমন-নিপীড়ন ও মিথ্যা মামলার অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির কার্যক্রম স্থবির করার লক্ষ্যে সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যানসহ অনেক সিনিয়র নেতার বিরুদ্ধেও একাধিক ভিত্তিহীন মামলা করা হয়েছে।

দলের নেতাকর্মীদের আইনি হয়রানির চিত্র তুলে ধরে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও ঢাকা মহানগর উত্তরের নেতা এ এন এম সেলিম এক বছরের বেশি সময় ধরে কারাভোগ করছেন, যদিও তারা দোষী সাব্যস্ত হননি। তিনি উল্লেখ করেন, একজন নেতা একটি মামলায় জামিন পেলেও তাকে তাৎক্ষণিকভাবে নতুন করে আরেকটি মামলায় গ্রেফতার বা 'শোন অ্যারেস্ট' (অজ্ঞাতনামা তালিকায় দেখিয়ে) দেখিয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে। সরকারের এই ধরনের কার্যকলাপ গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।

জিএম কাদের সরকারের এই দমন-পীড়নমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে সরকারকে সতর্ক করে দেন। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি পুরোনো ও জনসমর্থিত দল। দেশজুড়ে এর শক্তিশালী সংগঠন রয়েছে এবং দেশ পরিচালনার দীর্ঘদিনের অভিজ্ঞতাও রয়েছে। দেশের কল্যাণে জাতীয় পার্টির উন্নয়নমূলক ও সংস্কার কার্যক্রম এখনও দেশবাসী স্মরণ করে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই দলটি সব সময় জনগণের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি জোর দিয়ে বলেন, অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ করা এবং প্রচলিত আইনের অপপ্রয়োগ করে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রতি এমন দমন-নিপীড়ন দেশ ও জাতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না। তিনি সরকারের প্রতি অবিলম্বে এ ধরনের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য জোরালো আহ্বান জানান।