রাজনীতি

বেকারদের কর্মসংস্থানই প্রধান লক্ষ্য, মাঠে ৩১ দফার বার্তা নিয়ে বাবর

বেকারদের কর্মসংস্থানই প্রধান লক্ষ্য, মাঠে ৩১ দফার বার্তা নিয়ে বাবর

নেত্রকোণা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর তাঁর নির্বাচনী প্রচারণায় এলাকার প্রধান সামাজিক সমস্যা—বেকারত্ব—দূর করার অঙ্গীকার করেছেন। রবিবার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশে তিনি বলেন, "বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরি করাই হবে আমার প্রধান লক্ষ্য।" তিনি তাঁর নির্বাচনী এলাকার তিনটি উপজেলা—মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর—প্রতিটি পরিবারের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কর্মসংস্থান পেতে হলে শিক্ষার বিকল্প নেই, তাই আপনারা ছেলেমেয়েদের শিক্ষিত করে তুলুন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নির্বাচনী মাঠে নেমেছেন। ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার' প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, বিএনপির জন্য জনগণের যে অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন তিনি দেখছেন, তাতে তিনি অভিভূত।

বাবর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি জনগণের উদ্দেশে বার্তা দেন যে, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে এলাকার উন্নয়নের জন্য যা যা করণীয়, তার সবই করার সর্বাত্মক চেষ্টা করা হবে। এই জনসমাবেশ শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কাইটাইল ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং সরকারের সমালোচনা করে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাঁর দীর্ঘ ১৭ বছর পর মাঠে ফেরা এলাকার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।