আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়কে ঘিরে তৎপরতা: সাবেক এমপি’র পরিবারের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ
কুমিল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটকের ঘটনায় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে আর্থিক মদদ দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে পুলিশ। আটককৃতরা বিদেশে পলাতক এই পিতা-কন্যার ছবি-সংবলিত ব্যানার ব্যবহার করে ভোরে নগরে মিছিলের চেষ্টা করছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থান দমানোর পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর মধ্যে এক ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। এই তৎপরতার অংশ হিসেবেই কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে অরাজকতা সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম নিশ্চিত করেন, "কুমিল্লায় অরাজকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নের উদ্দেশ্যে সাবেক এমপি বাহার ও তাঁর মেয়ে সূচনার টাকায় নগরে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নিয়েছিল।" তিনি জানান, সকাল ৬টার দিকে টমছমব্রিজ এলাকায় যখন তারা জড়ো হয়েছিল, তাৎক্ষণিক পুলিশি অভিযানে তাদের প্রচেষ্টা নস্যাৎ করা হয়।
মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জনকে নগরীর টমছমব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আটক করা হয় এবং বাকি ১৫ জনকে শনিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ধরা হয়। এই অভিযানগুলো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কঠোরভাবে দমন করার সরকারি নীতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সারা জেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
