বিশ্ব

মর্মান্তিক মুফরাহথ দুর্ঘটনা: বাস-ট্যাংকার সংঘর্ষে ৪২ ভারতীয় ওমরাহযাত্রীর প্রাণহানি

মর্মান্তিক মুফরাহথ দুর্ঘটনা: বাস-ট্যাংকার সংঘর্ষে ৪২ ভারতীয় ওমরাহযাত্রীর প্রাণহানি

সৌদি আরবে মদিনা ও বাদরের মধ্যবর্তী মুফরাহথ এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রীর করুণ মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ওমরাহ শেষে ফিরছিলেন এমন একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্যাংকার লরির সংঘর্ষের ফলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু রয়েছেন। সৌভাগ্যবশত, আহত অবস্থায় একজন যাত্রী প্রাণে বেঁচে আছেন। ইমিগ্রেশন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে নিহত যাত্রীরা সকলেই ভারতের হায়দরাবাদ শহরের বাসিন্দা ছিলেন।

প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষের সময় বাসের বেশিরভাগ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, যার কারণে হতাহতের সংখ্যা এত বেশি হয়েছে। মর্মান্তিক এই সংঘর্ষের পর বাসটিতে দ্রুত আগুন ধরে যায়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে এবং হতাহতের সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঘটনার ভয়াবহতা বিবেচনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। রিয়াদের রাষ্ট্রদূতাবাস এবং জেদ্দার কনসুলেট নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য কাজ শুরু করেছে। এ ঘটনায় যেকোনো জরুরি সহায়তার জন্য জেদ্দার কনস্যুলেটে ইতোমধ্যে ২৪ ঘণ্টা খোলা একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। স্থানীয় হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনস্যুলেট দ্রুত ঘটনাস্থল এবং হাসপাতালগুলোতে সহায়তা পৌঁছে দিচ্ছে।