সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-কে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করে তুলতে কাঠামোগত সংস্কার এবং এজেন্ডা সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার আস্তানায় অনুষ্ঠিত সরকারপ্রধানদের বৈঠকে তিনি সংস্থাটির কার্যকারিতা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।
জয়শঙ্কর বলেন, এসসিও-কে অবশ্যই আরও বিকশিত হতে হবে, তার এজেন্ডা সম্প্রসারণ করতে হবে এবং কাজের ধরনে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। তিনি সংস্থাটিতে দীর্ঘদিনের প্রস্তাবিত একটি গুরুত্বপূর্ণ সংস্কারের আহ্বান জানান—রুশ এবং চীনা ভাষার পাশাপাশি ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে যুক্ত করা। এই পদক্ষেপ এসসিও-র কার্যক্রমে আরও স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করবে বলে মনে করে ভারত।
সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে উদ্ভাবন ও সহযোগিতা বাড়াতে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে এসসিও স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন বিষয়ক বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং এসসিও স্টার্টআপ ফোরাম। এসব উদ্যোগের লক্ষ্য হলো সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সৃজনশীলতা এবং উদ্যোক্তা মানসিকতার বিকাশ ঘটানো।
পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, ভারত এসসিও-এর আধুনিকায়ন এবং বৃহত্তর লক্ষ্য অর্জনে ইতিবাচক ও পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ভূমিকা আরও জোরালো করতে সংস্থাটি দ্রুত প্রয়োজনীয় পরিবর্তন আনবে।
