বিশ্ব

দুই দশকের ক্যানভাসে মুশফিক: ইমরান খানের রেকর্ড ভাঙতে আর মাত্র কয়েক দিন!

দুই দশকের ক্যানভাসে মুশফিক: ইমরান খানের রেকর্ড ভাঙতে আর মাত্র কয়েক দিন!

মুশফিকুর রহিম, যিনি ইতোমধ্যে দেশের ক্রিকেট ইতিহাসে এক কিংবদন্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি এখন এমন এক রেকর্ডের মুখে দাঁড়িয়ে, যা তাঁকে চিরদিনের জন্য বিশ্ব ক্রিকেটের ইতিহাসের অন্যতম দীর্ঘজীবী টেস্ট প্লেয়ার হিসেবে পরিচিত করবে। ২০ বছর ১৭৭ দিন ধরে টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি এখন অপেক্ষা করছেন পাকিস্তানের সাবেক বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খানের রেকর্ড ভাঙার।

ইমরান খান তাঁর টেস্ট ক্যারিয়ারে ২০ বছর ২১৮ দিন খেলেছেন। এই রেকর্ডটি ভাঙতে হলে মুশফিককে আর মাত্র ৪১ দিন (দেড় মাসের কিছু বেশি) টেস্ট অঙ্গনে থাকতে হবে। বর্তমানে ৩৮ বছর পেরোনো এই ক্রিকেটার যদি আর একটি সিরিজ খেলেন, তবেই তিনি ইমরান খানকে টপকে টেস্টে দীর্ঘতম ক্যারিয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন।

দীর্ঘ সময়ের ব্যবধানে টেস্ট খেলা ক্রিকেটারদের জন্য এই অর্জন এক বিশাল ব্যাপার। এটি শুধু ফিটনেস বা দক্ষতার প্রমাণ দেয় না, বরং ক্রিকেটের প্রতি তাঁদের আজীবন অঙ্গীকারকে প্রতিফলিত করে। মুশফিক বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এই নজির স্থাপন করলে, তা দেশের জন্য হবে এক অভূতপূর্ব গৌরব।

তবে এই রেকর্ড ভাঙার হাতছানির মধ্যেই বড় হয়ে উঠেছে আরেকটি প্রশ্ন—আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর বিদায়। মুশফিক ইতোমধ্যে একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বর্তমানে তিনি শুধু ক্রিকেটের রাজকীয় সংস্করণ অর্থাৎ টেস্টই খেলেন।

মিরপুরে তাঁর শততম টেস্ট খেলার সমাপ্তির পরেই তিনি সাদা জার্সির ক্রিকেটকেও বিদায় জানাবেন কি না, এই জল্পনা এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুঙ্গে। যদি তিনি ইমরান খানের রেকর্ড ভাঙতে চান, তবে তাঁকে নিশ্চিতভাবেই আরও অন্তত একটি মাস টেস্ট অঙ্গনে অবস্থান করতে হবে।

তাঁর বর্তমান বয়স ও অন্যান্য ফরমেট থেকে অবসর গ্রহণের বিষয়টি এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। টেস্ট শেষে তাঁর সিদ্ধান্ত কী হবে, সেটাই এখন বড় প্রশ্ন। তবে তিনি যদি আরও কিছুদিন খেলেন, তবে শচীন টেন্ডুলকারের ২৩ বছরের রেকর্ডটি না ছুঁতে পারলেও, উপমহাদেশের দুই কিংবদন্তি ইমরান খান ও শচীন টেন্ডুলকারের মাঝখানে নিজের দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ডটি স্থাপন করতে পারবেন।