নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করার ওপর অধিক গুরুত্বারোপ করেছেন। সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি দ্ব্যর্থহীনভাবে আগামী জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান এবং এ কাজে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।
বুধবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় ডিসি বলেন, প্রশাসন এবং সাংবাদিকতা—এই দুটি ক্ষেত্র একে অপরের পরিপূরক। সাংবাদিকরা তাদের দায়িত্ববোধের মাধ্যমে দেশের দর্পণ হিসেবে কাজ করেন, যা প্রশাসনকে সঠিক পথে চালিত হতে সাহায্য করে। তিনি মনে করেন, জনকল্যাণের অভিন্ন লক্ষ্যে প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করছে এবং এই সমন্বয়ই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে অপরিহার্য।
মতবিনিময়ের মাধ্যমে তিনি সাংবাদিকদের পেশাগত কাজের প্রতি সম্মান জানান এবং জেলার উন্নয়ন ও সমস্যা সমাধানে তাদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। ডিসি রায়হান কবির আশ্বস্ত করেন যে, নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি জেলা প্রশাসন সকলের জন্য সমান সুযোগ ও সেবা নিশ্চিত করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, এবং বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। জেলা প্রশাসকের এই আহ্বানে সাংবাদিক সমাজ সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করার আশ্বাস দেন।
