নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি: পারিবারিক শোকের মধ্যেও পেশাদারিত্ব ও মানবিক বন্ধনের এক অনন্য উদাহরণ সৃষ্টি করলো বন্দর প্রেসক্লাব। প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মোহাম্মদ আলীমের সহধর্মিনী লায়লা আরজুমান বানু এবং সহ-সভাপতি দ্বীন ইসলাম দীপু'র মা সাজেদা খাতুনের মৃত্যুতে এক মর্মস্পর্শী শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) আসরের নামাজের পর প্রেসক্লাব মিলনায়তন যেন পরিণত হয়েছিল এক পারিবারিক মিলনক্ষেত্রে, যেখানে সকলে শোকের অংশীদার।
প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান সভার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। তাদের তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় সাংবাদিকরা তাদের সহকর্মী ও উপদেষ্টার পরিবারের প্রতি গভীর সংহতি প্রকাশ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল সদ্য প্রয়াত দুই ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করা।
বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা জিএম মাসুদ বলেন, "পরিবারের সমর্থন ছাড়া সাংবাদিকতা অসম্ভব। আজ আমরা এমন দুই অভিভাবককে হারালাম, যারা নিঃস্বার্থভাবে আমাদের সহকর্মীদের সাহস জুগিয়েছিলেন।" তাঁর বক্তব্যের পর উপদেষ্টা কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী এবং অর্থ সম্পাদক লতিফ রানা সহ অন্যান্য নেতারা তাদের স্মৃতিচারণ করেন। তারা জানান, লায়লা আরজুমান বানু এবং সাজেদা খাতুন উভয়েই তাদের পরিবার ও পরিচিত মহলে শ্রদ্ধার পাত্রী ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, তথ্য প্রচার ও গবেষণা সম্পাদক মোঃ ইকবাল হোসেন এবং স্থায়ী সদস্য মেহেদী হাসান মুন্না সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এই উপস্থিতি প্রমাণ করে যে বন্দর প্রেসক্লাবের সদস্যরা শুধু পেশাগত নয়, ব্যক্তিগত শোকের সময়েও একে অপরের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। হাজী মোঃ নাসির উদ্দিনের দোয়া পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। এই দোয়া মাহফিলে মরহুমাদের পরিবারের প্রতি সৃষ্টিকর্তার পক্ষ থেকে ধৈর্য ও শান্তি কামনা করা হয়।
