রাজনীতি

বেকারমুক্ত, মাদকমুক্ত এলাকা গড়তে নির্বাচনী যুদ্ধে বাবর: কঠোর বার্তা মাদক কারবারিদের

বেকারমুক্ত, মাদকমুক্ত এলাকা গড়তে নির্বাচনী যুদ্ধে বাবর: কঠোর বার্তা মাদক কারবারিদের

মোহনগঞ্জ (নেত্রকোণা): এলাকার বেকারত্ব দূরীকরণ এবং মাদক ও জুয়া নির্মূলকে প্রধান এজেন্ডা করে নির্বাচনী প্রচার শুরু করেছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শনিবার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারকালে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় তিনি এই লক্ষ্য পূরণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বাবর বলেন, তার রাজনীতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর আস্থা দ্বারা পরিচালিত। তবে তার মূল লক্ষ্য কেবল দলীয় আদর্শে সীমাবদ্ধ নয়, বরং নির্বাচনী এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে মনোনিবেশ করা। তিনি জানান, তার প্রধান উদ্দেশ্য হলো এলাকার অর্থনীতিকে সমৃদ্ধ করে বেকারমুক্ত করা। এই লক্ষ্যে প্রতিটি যুবককে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, সমাজকে নৈতিকভাবে সুসংগঠিত করার ওপর জোর দেন এই নেতা। তিনি বলেন, "সমাজকে গড়তে হলে আগে মাদক ও জুয়ামুক্ত করতে হবে। আমি আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের মাদকাসক্ত বা মাদক কারবারিকে দেখতে চাই না।" এই বিষয়ে তিনি জনগণকে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

বাবর উপস্থিত জনতার উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দেন যে, যদি কেউ মাদকাসক্ত বা মাদক কারবারিকে দেখতে পান, তবে যেন তাকে দ্রুত পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়। এমনকি এই ধরনের অপরাধীর জন্য কোনো প্রকার তদবির বা সুপারিশ গ্রহণ করা হবে না বলেও তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দেন। তদবির করতে এলে তাকেও যেন আগে ধরা হয়, এমন নির্দেশনা দিয়ে তিনি এলাকায় অপরাধ দমনে তার জিরো-টলারেন্স নীতির কথা স্পষ্ট করে দেন।