বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়ে দেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জনগণের সম্পদ লুণ্ঠনকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে আপসহীন যুদ্ধের ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে বলেন, কিছু লোক ব্যক্তিগত পকেট ভারি করেছে এবং নিজেদের কপাল-কিছমত বড় করেছে জনগণের সম্পদ লুণ্ঠন করে। কিন্তু এর বিপরীতে, দেশের সাধারণ জনগণ কার্যত কোনো বড় ধরনের উন্নয়নের মুখ দেখেনি। তিনি জোর দিয়ে বলেন, 'আমাদের যুদ্ধ হবে এ দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্বৃত্তের বিরুদ্ধে। এই যুদ্ধ আপসহীন। এই যুদ্ধে আমরা কারো কাছে মাথানত করব না।' তিনি আরও যোগ করেন, গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তারা থামবেন না।
নির্বাচনি প্রস্তুতি ও দাবি প্রসঙ্গে তিনি জানান যে, জনগণের বৃহত্তর স্বার্থে তারা 'পিআর' (Proportional Representation) পদ্ধতি বাস্তবায়নের দাবি অব্যাহত রেখেছেন। তিনি এই প্রতিশ্রুতি দেন যে, জামায়াত ক্ষমতায় গেলেও পিআর পদ্ধতি বাস্তবায়ন করবে। যদিও তিনি তার দলের সব আসনে বিজয়ের বার্তা দিতে চাননি, বরং জনগণের বিজয়কে অগ্রাধিকার দিয়েছেন।
ডা. শফিকুর রহমান দেশের সকল নাগরিকের প্রতি তার দলের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন। তিনি বলেন, 'এদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য। আরও যারা আছেন জাতি-উপজাতি সবার জন্য। বাংলাদেশের সীমানার মধ্যে বসবাস করেন, তাদের জন্য।' তার এই মন্তব্য জামায়াতের অসাম্প্রদায়িক অবস্থানের বার্তা দেয়।
তাঁর সফরসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেন। পরে সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
