আলেমদের রাজনৈতিক সরলতার সুযোগ নিয়ে স্বার্থ হাসিল এবং ক্ষমতায় আরোহণের সিঁড়ি হিসেবে ব্যবহারের প্রবণতা আর বরদাশত করা হবে না। সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
আজ রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের হাজার হাজার ইমাম ও খতিবদের উদ্দেশ্যে তিনি বলেন, ইতিহাসে বহুবার দেখা গেছে, কিছু মহল অত্যন্ত সুকৌশলে উলামায়ে কেরামের সরলতাকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটে নিয়েছে। কিন্তু এই চক্রের পুনরাবৃত্তি ঠেকাতে আলেম সমাজকে এখন আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি স্পষ্ট করে দেন, আলেমদের সম্মান এবং মর্যাদা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না।
পীর সাহেব চরমোনাই অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যারা সরলতার সুযোগ নিয়েছে, তারাই পরবর্তীতে আলেম সমাজকে নির্যাতন, খুন, গুম, মামলা-মোকাদ্দামার মাধ্যমে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। সেই অন্ধকার সময়ের পুনরাবৃত্তি যেন না হয়, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বর্তমান পরিস্থিতিকে ইসলামের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার হিসেবে আখ্যা দেন এবং বলেন, এই জোয়ারকে সঠিক পথে চালিত করতে পারলে আগামীতে বাংলাদেশ হবে সত্যিকারের ইসলামের বাংলাদেশ। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ইসলামের পক্ষে সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকলে একটি আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
মাওলান মুহিব্বুল্লাহিল বাকি আন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জাতীয় সম্মেলনে ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা, এবং মসজিদ পরিচালনার জন্য আধুনিক নীতিমালা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়। ইসলামী আন্দোলনের আমীর সম্মেলন আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ইমামদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন, যদি আল্লাহ তাদের সেই সুযোগ দেন।
