রাজনীতি

'ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা': আবুল সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাশেদ

'ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা': আবুল সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাশেদ

ধর্মের স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা সমাজে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। সম্প্রতি বাউল আবুল সরকারের দেওয়া বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, শিল্পীর পরিচয়ে ধর্ম নিয়ে কটূক্তি করার কোনো সুযোগ নেই এবং তিনি আবুল সরকারের মুক্তি নয়, বরং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশেদ খান দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি এবং নাগরিকদের স্বাধীন ধর্মপালনের অধিকারের ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী প্রত্যেক নাগরিক তার নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এই স্বাধীনতা যেমন নিশ্চিত করতে হবে, তেমনি কোনো ধর্ম, তা ইসলাম হোক বা হিন্দু ধর্ম, সেটিকে নিয়ে আঘাতমূলক বা আপত্তিকর মন্তব্য করার অধিকার কারো নেই। আবুল সরকারের বক্তব্যকে তিনি 'সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে করা কটূক্তি' হিসেবে চিহ্নিত করেছেন।

এই তরুণ রাজনৈতিক নেতা মনে করেন, আবুল সরকারের মন্তব্য কেবল একটি বিশেষ ধর্মের অনুসারীদেরই আঘাত করেনি, বরং এটি বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির আবহাওয়াকে নষ্ট করার একটি অপচেষ্টা। তিনি মুক্তি দাবি করা ব্যক্তিদের বক্তব্যটি শোনার আহ্বান জানিয়ে বলেন, যদি এই ধরনের কর্মকাণ্ডের যথাযোগ্য শাস্তি না হয়, তবে সমাজের শান্তি বিঘ্নিত হবে এবং ভবিষ্যতে আরও অনেকে ধর্ম নিয়ে বিতর্ক সৃষ্টিতে উৎসাহ পাবে। রাশেদ খানের মতে, দেশের আইন অনুযায়ী শাস্তির মাধ্যমেই সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।