রাজনীতি

'দলীয়করণের ক্ষতিপূরণ দেবে নির্বাচিত সরকার': ভঙ্গুর বীমা খাতে স্বচ্ছতার প্রতিশ্রুতি

'দলীয়করণের ক্ষতিপূরণ দেবে নির্বাচিত সরকার': ভঙ্গুর বীমা খাতে স্বচ্ছতার প্রতিশ্রুতি

দেশের ভঙ্গুর আর্থিক খাতকে মেরামত করে জনগণের আস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি আর্থিক খাতের বর্তমান চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আমীর খসরু স্পষ্টভাবে অভিযোগ করেন যে, বিগত সরকারের আমলে শুধুমাত্র দলীয় বিবেচনায় বহু সংখ্যক ইনস্যুরেন্স কোম্পানি ও ব্যাংক স্থাপন করা হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি না থাকার কারণেই সাধারণ আমানতকারী ও পলিসিধারীরা অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, দেশে বর্তমানে ২০টিরও বেশি বীমা কোম্পানি আছে যারা গ্রাহকদের প্রাপ্য অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে।

এই পরিস্থিতিকে লুটপাটের ফল হিসেবে চিহ্নিত করে তিনি হুঁশিয়ারি দেন, বিএনপি ক্ষমতায় এলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, 'আমরা ক্ষমতায় এলে এসব জায়গায় বড় সংস্কার করতে হবে এবং এটি চলতে দেওয়া যাবে না।'

বিএনপির পরিকল্পনার মূল দুটি দিক হলো—আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কঠোর জবাবদিহির আওতায় নিয়ে আসা এবং পুরো সেক্টরকে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত করা। তিনি দৃঢ়ভাবে জানান যে, ক্ষমতায় এলে বিএনপি ব্যাংক ও বীমা খাতে বড় ধরনের কাঠামোগত সংস্কার করবে। এর ফলে সাধারণ মানুষ যেন আর কোনো আর্থিক ভোগান্তির শিকার না হয়, তার নিশ্চয়তা বিধান করা হবে। আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতে, একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকারই কেবল এই খাতে স্বচ্ছতা ও সুশাসন ফিরিয়ে আনতে পারে।