মুজাহিদ কমিটির আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গতকাল বুধবার (২৬ নভেম্বর) বরিশালের চরমোনাইতে শুরু হওয়া তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে দুনিয়াবি মোহের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জোহরের নামাজের পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে তিনি বলেন, মানুষের এই পৃথিবীতে আগমনের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা, আর এই দুনিয়া সেই দায়িত্ব পালনের একটি পরীক্ষার ক্ষেত্র।
চরমোনাই পীর স্পষ্টভাবে বলেন, যারা এই মাহফিলে এসেছেন, তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন ও আত্মশুদ্ধি অর্জন করা। তিনি ঘোষণা করেন, “এখানে দুনিয়াবী কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই।” যদি কেউ এমন লক্ষ্য নিয়ে এসে থাকেন, তবে তাকে অবিলম্বে তার নিয়ত পরিবর্তন করে একমাত্র আত্মিক উন্নতি সাধনে মন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তাঁর মতে, মানুষের জীবনে সংঘটিত সকল প্রকার অন্যায়, অবিচার ও বিপথের প্রধান কারণ হলো দুনিয়াবি ভোগ-বিলাসের প্রতি অতিরিক্ত আসক্তি বা মোহ।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নব আগতদের প্রতি তাঁর মূল আধ্যাত্মিক দীক্ষা তুলে ধরেন। তিনি বলেন, মানুষকে অবশ্যই তাদের অন্তর থেকে 'আমিত্ব' বা অহংকার এবং বড়ত্বের ভাব সম্পূর্ণভাবে বের করে দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশিত পথের প্রতি নিজেকে বিলীন করে দেওয়ার মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত। তাঁর নির্দেশ, মাহফিলের দিনগুলোতে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখতে হবে এবং এই আধ্যাত্মিক কেন্দ্র থেকে একজন 'আল্লাহর অলী' হিসেবে বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে হবে।
এই প্রখ্যাত আলেম তাঁর বক্তব্যে বারবার মনে করিয়ে দেন যে, ব্যক্তিগত জীবনে ইসলামের অনুশীলন যেমন জরুরি, ঠিক তেমনি রাষ্ট্রের সামগ্রিক জীবনকেও ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতে পরিচালনা করতে পারলেই কেবল দেশ ও জাতি সব ধরনের সংকট থেকে সত্যিকারের মুক্তি লাভ করবে। মাহফিলের প্রথম দিন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তী দুই দিন ওলামা সম্মেলন ও ছাত্র গণজমায়েতের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হবে।
