জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ সম্প্রতি এক দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর পুরনো দিনের স্মৃতি তুলে ধরেছেন। আজ বুধবার (২৬ নভেম্বর) বাউফল উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া-মিলাদ অনুষ্ঠানে তিনি তাঁর ছাত্রজীবনের এক বিশেষ মুহূর্তের কথা স্মরণ করেন।
ড. মাসুদ জানান, তিনি যখন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী, তখন একটি বক্তৃতা প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে তাঁর হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার সুযোগ হয়। পুরস্কার বিতরণের সেই মুহূর্তে খালেদা জিয়া তাঁকে জিজ্ঞেস করেন, "তোমার বাড়ি কোথায়?" উত্তরে "বাউফল" শুনে নেত্রী বলেছিলেন—"অনেক দূর থেকে এসেছ তুমি? অনেক দূর যেতে হবে তোমাকে।" ড. মাসুদ উল্লেখ করেন, নেত্রীর এই কথাটি আজও তাঁর জীবনের অন্যতম প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তখন অবশ্য বেগম জিয়া জানতেন না যে তিনি ছাত্রশিবিরের রাজনীতি করেন।
ড. মাসুদ আরও একটি স্মৃতির কথা উল্লেখ করেন, যেখানে তিনি খালেদা জিয়ার উদার মানসিকতার প্রশংসা করেন। সর্বদলীয় ছাত্রঐক্যের বিভিন্ন সভায় বক্তব্য দেওয়ার সময় যখন তাঁকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য স্লিপ দেওয়া হতো, তখন খালেদা জিয়া নিজেই বলতেন—"ওকে স্লিপ দিও না, ও বলুক। ওর বক্তব্য শেষ হলে অনেকে চলে যাবে।" ড. মাসুদ এটিকে কোনো ব্যক্তিগত অহংকার হিসেবে নয়, বরং একজন মহানুভব নেত্রীর দেশ ও রাজনীতি এগিয়ে নেওয়ার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে দেশের জন্য তাঁর অনন্য ভূমিকা রয়েছে এবং মতপার্থক্য সত্ত্বেও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান অনস্বীকার্য।
নেতাকর্মীদের উপস্থিতিতে এই দোয়া মাহফিল থেকে ড. মাসুদ অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দোয়া করেন যেন আল্লাহ তাঁকে দীর্ঘজীবী করেন ও দেশকে আরও এগিয়ে নেওয়ার শক্তি দান করেন।
