প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর উপরে অবস্থিত ইন্দোনেশিয়া আবারও শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ৬.৩ মাত্রার একটি তীব্র ভূ-কম্পন আঘাত হানে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোরে আচেহ প্রদেশের কাছাকাছি সুমাত্রা দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ভূপৃষ্ঠের এত কাছাকাছি ভূমিকম্প আঘাত হানায় এর প্রভাব ছিল তুলনামূলকভাবে বেশি।
তীব্র কম্পনের কারণে উপকূলবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে আসে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি, তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্মরণকালের মধ্যে একাধিক বড় ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া ইন্দোনেশিয়ার জন্য এই কম্পন নতুন করে সতর্কতা নিয়ে এল। কারণ, ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম সক্রিয় একটি সিসমিক প্লেটের ওপর অবস্থান করছে।
উল্লেখযোগ্যভাবে, এই সপ্তাহের শুরুতেও দেশটি একাধিক মাঝারি মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হয়। এর আগে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দেশের নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫.১ মাত্রার একটি তুলনামূলকভাবে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুইটি ভিন্ন স্থানে এমন শক্তিশালী কম্পন দেশটিতে ভূ-তাত্ত্বিক অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে নজর রাখছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।
