রাজনীতি

তফসিল ঘোষণার পর: মোহাম্মদপুরে আ. লীগের মশাল মিছিল

তফসিল ঘোষণার পর: মোহাম্মদপুরে আ. লীগের মশাল মিছিল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের পুরান থানা রোডে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীর অংশগ্রহণে এই মিছিলটি হয়, যা তাৎক্ষণিকভাবে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

মিছিলটি সংঘটিত হয় গণভবনের উল্টাপাশের সড়কে। প্রত্যক্ষদর্শীদের মতে, নেতাকর্মীরা দ্রুততার সাথে মশাল জ্বালিয়ে মিছিল শুরু করে। কিন্তু আশেপাশের মানুষজন তাদের লক্ষ্য করে ধাওয়া দিলে তারা নিজেদের কর্মসূচি বাতিল করে দ্রুত গা ঢাকা দেয়। নেতাকর্মীরা পালানোর সময় ঘটনাস্থলে বহু সংখ্যক মশাল ফেলে যায়।

খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে অভিযুক্ত নেতাকর্মীরা এলাকা ছেড়ে চলে যাওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এই প্রসঙ্গে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশের ধাওয়া খেয়েই নেতাকর্মীরা মশালগুলো ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মশালগুলো জব্দ করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনও ঘটনাটি শোনার কথা জানিয়েছেন এবং এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের কর্মসূচি প্রশাসনের জন্য একটি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে এই ধরনের অবৈধ তৎপরতা মোকাবিলা করে, সেটাই এখন দেখার বিষয়।