রাজনীতি

হাদির শ্যুটারকে গুয়াহাটিতে শেল্টার দিচ্ছেন নানক

হাদির শ্যুটারকে গুয়াহাটিতে শেল্টার দিচ্ছেন নানক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার প্রধান অভিযুক্ত শ্যুটার, সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থান করছেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার এই দাবি বাংলাদেশের রাজনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

জুলকারনাইন সায়ের আজ এক ফেসবুক পোস্টে দাবি করেন, শ্যুটার ফয়সাল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে পৌঁছানোর পর তাকে সরাসরি সাহায্য করেছেন প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সচিব (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। সায়েরের দেওয়া তথ্য অনুযায়ী, বিপ্লবই ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর (+৯১৬০০১৩৯৪০**) জোগাড় করে দেন, যা ব্যবহার করে ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন।

বিশেষ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সায়ের আরও জানান, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সন্ধ্যায় হালুয়াঘাট সীমান্ত পার হন। ভারতীয় নম্বরটি পাওয়ার পর অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সেই নম্বর ব্যবহার করে গত রাতে তার বেশ কিছু সেলফি ঘনিষ্ঠদের কাছে পাঠান, যা ইন্টারসেপ্ট করার পর ফাঁস হয়। সাংবাদিক সায়ের নিশ্চিত করেছেন, সেই ছবিটি গুয়াহাটিতে তোলা হয়েছে।

এই ঘটনা কেবল একটি হত্যাচেষ্টা মামলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এর সঙ্গে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ সহকারীর নাম জড়িয়ে যাওয়ায় পরিস্থিতি গুরুতর মোড় নিয়েছে। যেখানে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপর থাকার কথা, সেখানে তাদের সীমান্ত পার হয়ে ভারতে পালানো এবং সেখানে রাজনৈতিক প্রভাবশালীর পিএসের মাধ্যমে শেল্টার পাওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগের সৃষ্টি করেছে। এটি প্রমাণ করে, অভিযুক্তরা রাজনৈতিক ছত্রছায়ায় নিজেদের আড়াল করার চেষ্টা করছে।