কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করেছেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বর্তমান উপদেষ্টা সরকারের গঠন ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে নিজস্ব অভিমত ব্যক্ত করেন।
ফরহাদ মজহারের মতে, বর্তমান উপদেষ্টা সরকার মূলত একটি ‘সেনা সমর্থিত উপদেষ্টা সরকার’। তিনি বলেন, এই সরকার ৮ আগস্টে সংবিধান রক্ষার শপথ নিয়েছে। কিন্তু সংবিধানকে ব্যবহার করে তারা কেবল ‘হাসিনাহীন হাসিনাব্যবস্থা’ কায়েম রেখেছে। তিনি দাবি করেন, হাদিকে গুলি করার চেষ্টা তারই ফলাফল, যা শেখ হাসিনার পুরোনো সন্ত্রাসী ব্যবস্থাকে টিকিয়ে রাখার পরিণতি। এই সন্ত্রাসী কার্যকলাপ কাউকে ছাড় দেবে না বলেও তিনি সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কথা বলেন এই চিন্তক। তিনি বলেন, প্রচলিত ধারণা অনুযায়ী বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে স্বাধীন নয়। বিচার বিভাগ সব সময় নির্বাহী বিভাগ এবং আইন প্রণয়নকারী বিভাগের সাথে ভারসাম্য রক্ষা করে কাজ করে থাকে। তিনি স্পষ্ট করে বলেন, বিচার বিভাগ কখনোই জনগণের অভিপ্রায়ের ঊর্ধ্বে নয়। বরং বিচার বিভাগের কার্যক্রম জনগণের অভিপ্রায়ের অধীন। এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে জনগণের বৃহত্তর আকাঙ্ক্ষার কাছে সকল রাষ্ট্রীয় স্তম্ভের জবাবদিহিতা নিশ্চিত করার পক্ষে মত দেন।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, হাদিকে গুলি করার মধ্য দিয়ে শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী সেই তরুণদেরই সুনির্দিষ্ট টার্গেট করেছে। মজহারের মতে, এই সহিংসতা প্রমাণ করে যে দেশ একটি চরম বিশৃঙ্খলার দিকে এগোচ্ছে, যা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই জটিল পরিস্থিতিতে জনগণের সচেতনতা এবং গণকর্তব্যের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
