বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় মন্তব্য করেছেন যে, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে এবং সেই যুদ্ধের মাধ্যমেই ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান এবং শহীদ মুক্তিযোদ্ধা ও ত্যাগী মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয় অর্জনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটে এই দিনে। ১৬ ডিসেম্বর তাই জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন। তবে এই বিজয়ের মূল অঙ্গীকার, অর্থাৎ শোষণমুক্ত ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক নীতিমালা বারবার বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তারেক রহমান বলেন, "১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা এখনো চলমান।" তিনি অভিযোগ করেন, আগ্রাসী শক্তি স্বাধীনতা-সার্বভৌমত্ব অবজ্ঞা করার ঔদ্ধত্য দেখাচ্ছে এবং এর এ দেশীয় এজেন্টরা স্বাধীনতা বিপন্ন করার চক্রান্তজাল বুনছে।
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে 'অমানবিক ফ্যাসিস্ট গোষ্ঠী'র দুঃশাসন আখ্যা দিয়ে বলেন, এই গোষ্ঠী বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছে। একের পর এক প্রহসনের একতরফা নির্বাচনের মাধ্যমে জনমতকে তাচ্ছিল্য করা হয়েছে এবং মানুষের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গণতন্ত্রহীন দেশে নিরঙ্কুশ ক্ষমতার দাপটে নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে। ক্ষমতা দখলকারীরা নৃশংস আক্রমণ চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা ও গুম করেছে এবং লাখ লাখ মানুষকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করেছে।
