Tranding

May, May 04, 2025

Home / করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ৩৮৯

কোভিড-১৯

করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ৩৮৯

করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ৩৮৯

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৯২। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৬।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪০২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি ঢাকার বাসিন্দা।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।দেশে করোনাভাইরাস সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা শনাক্ত হয়েছে ৩৮৯ জনের। আগের দিন করোনায় ৬ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয়েছিল ৩৫১ জনের।