ভেনেজুয়েলার ওপর এক বছরের চেয়েও 'বেশি সময়' ধরে নিয়ন্ত্রণ বজায় রাখবে যুক্তরাষ্ট্র। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ কি তিন মাস, ছয় মাস, এক বছর নাকি তার চেয়েও বেশি সময় ধরে থাকবে। ট্রাম্প জবাব দেন, 'আমি বলব, এরচেয়েও বেশি সময়।' তিনি আরও যোগ করেন, 'সময়ই বলে দেবে।'
গত শুক্রবার (২ জানুয়ারি) শেষ রাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে আনে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে নিউইয়র্কে তাদের বন্দি করে বিচার করা হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার দফতর বলেছে, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা বিশ্বের নিরাপত্তা কমিয়েছে। ট্রাম্প অবশ্য আন্তর্জাতিক আইনের ধার ধারেন না বলে নিউইয়র্ক টাইমসকে বলেছেন। তিনি বলেন, 'আমার আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই।'
রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র 'লাভজনক উপায়ে' ভেনেজুয়েলার পুনর্গঠন বা সংস্কার করবে।
তিনি বলেন, 'আমরা তাদের তেল সংগ্রহ করব, তেল ব্যবহার করব। তেলের দাম কমিয়ে দেব। ভেনেজুয়েলাকে অর্থ দেব, যা তাদের অত্যন্ত প্রয়োজন।'
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট একটি পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আটকা পড়ে থাকা সর্বোচ্চ ৫০ মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন করে তা বিক্রি করবে।